টিম কারেনের জন্ম আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের আপার পেনিনসুলাতে। হাইস্কুল থেকেই এডগার অ্যালান পো আর লাভক্র্যাফটের ভক্ত এই লেখক।
২০০৪ সালে উনার প্রথম উপন্যাস ‘স্কালমুন’ প্রকাশিত হওয়ার পর পরই হরর সাহিত্যের পাঠকদের কাছে বেশ পরিচিত হয়ে ওঠেন তিনি। উনার লেখা বিখ্যাত বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে স্কিন মেডিসিন, হাইভ, গ্রেভ ওয়ার্ম, লং ব্ল্যাক কফিন, ডেড সি, বায়োহ্যাজার্ড এবং ক্লাউন ফ্লেশ।
‘ডেড সি’ উপন্যাসটিকে আধুনিক লাভক্র্যাফটিয়ান সাহিত্যে একটি অনন্য সংযোজন ধরা হয়। এই উপন্যাসটির কারণেই অনেকে উনাকে লাভক্র্যাফটের যোগ্য উত্তরসূরি বলে থাকেন।
উপন্যাসের পাশাপাশি উপন্যাসিকা এবং ছোটগল্প সংকলনও লিখতেও পছন্দ করেন এই লেখক। উনার জনপ্রিয় উপন্যাসিকাগুলোর মধ্যে রয়েছে পাপেট গ্রেভইয়ার্ড, ব্ল্যাকআউট, দ্য আন্ডার ডুয়েলিং, ফিয়ার মি ইত্যাদি।