টেড শিয়াং

টেড শিয়াং একজন আমেরিকান কল্পবিজ্ঞান লেখক। উনার চীনা নাম শিয়াং ফেং-নান। ব্রাউন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের ওপর পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে তিনি একটি সফটওয়্যার কোম্পানীতে কর্মরত আছেন। খুব একটা বেশী লিখতে পছন্দ করেন না বলে ২০০৯ পর্যন্ত তার লেখা ছোট গল্পের সংখ্যা কেবলই এগারোটি। লিখেছেন কয়েকটি উপন্যাসিকাও। তারপরেও তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি পুরষ্কার। সেগুলোর বেশীরভাগই তার লেখা উপন্যাসিকাগুলোর জন্য। টাওয়ার অফ ব্যাবিলন(১৯৯২) এর জন্য নেবুলা পুরষ্কার, সেরা নবাগত লেখক হিসাবে জন ডব্লিউ. ক্যাম্পবেল পুরষ্কার; স্টোরি অফ ইওর লাইফ(১৯৯৮) এর জন্য থিওডোর স্টারজিওন স্মৃতি পুরষ্কার, সেভেনটি টু লেটারস(২০০০) এর জন্য সাইডওয়াইজ পুরষ্কার, হেল ইজ দ্য অ্যাবসেন্স অফ গড এর জন্য নেবুলা এবং লোকাস পুরষ্কার পেয়েছেন তিনি। এক্সহেলেশন ছোটগল্পটির জন্য ব্রিটিশ সায়েন্স ফিকশন অ্যাসোসিয়েশন পুরষ্কার, হুগো পুরষ্কার এবং লোকাস পুরষ্কারে ভূষিত হন এই লেখক। উনার স্টোরি অফ ইউর লাইফ উপন্যাসিকাটি অবলম্বনে ২০১৬ সালে হলিউডে নির্মিত হয় ‘অ্যারাইভাল’ সিনেমাটি। এখন পর্যন্ত কোন উপন্যাস লেখেননি টেড শিয়াং, তারপরেও বর্তমান কল্পবিজ্ঞান লেখকদের মধ্যে উনার নাম সবসময়ই ওপরের দিকেই থাকে।

Filter
has been added to your cart:
Checkout
Chat with Afsar Brothers