লুৎফুল কায়সারের জন্ম ১৯৯২ সালের ২৮শে অক্টোবর রাজশাহীতে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্নাতক পাশ করেছেন। ছোটবেলা থেকেই বইপড়ার শখ। মূলত অতিপ্রাকৃত কাহিনী পড়তেই সবচেয়ে ভালোবাসেন তিনি।
প্রিয় লেখকের তালিকায় রয়েছেন, এডগার অ্যালান পো, আর্থার ম্যাকেন, এইচ. পি. লাভক্র্যাফট, জে সারিডন লে ফানু, গ্যাভিন রিচার্ডস, জেমস হারবার্ট, ব্রেট এস্টন এলিস, টিম কারেন ইত্যাদি।
বেশ কিছু হরর বই অনুবাদ করেছেন তিনি। বর্তমানে কাজ করছেন টিম কারেনের ‘ডেড সি’ সহ আরো কিছু হরর উপন্যাস নিয়ে।