হিরোশি ইয়ামামোতোর জন্ম ১৯৫৬ সালে, জাপানের কিয়োতো শহরে। গেম ডেভেলপিং এর মাধ্যমে তার ক্যারিয়ারের সূচনা ঘটে। কিশোরদের জন্য লেখা ছোটখাটো গল্প দিয়ে তার লেখালেখি শুরু হয়। তার প্রথম প্রকাশিত হার্ডকভার সায়েন্স ফিকশন বই ‘গড নেভার কিপস সাইলেন্ট’ বইটা গোটা জাপানের সায়েন্সফিকশন প্রেমীদের মধ্যে হইচই ফেলে দেয়। দ্য স্টোরিজ অব ইবিস বাদেও তার লেখা উল্লেখযোগ্য গল্প হলো—ডে অব জাজমেন্ট, দ্য আনসিন সোরো অব উইন্টার, এমএমনাইন। বিভিন্ন গল্প সংকলের সম্পয়াদক হিসেবেও কাজ করেছেন। দ্য স্টোরিজ অব ইবিস তার লেখা সবচেয়ে জনপ্রিয় বই, যা এখন পর্যন্ত বহু ভাষায় অনূদিত হয়েছে।