বিমুগ্ধ সরকার রক্তিম

বিমুগ্ধ সরকার রক্তিমের জন্ম ঢাকাতে। তাকে সংম্পর্কে বলতে গেলে একটা কথাই যথেষ্ঠ-প্রচুর বই পড়তে ও তার সমালোচনা করতে ভালোবাসেন তিনি। থ্রিলার, ফিকশন, নন-ফিকশন, কমেডি, সুপারন্যাচারাল, মিথলজি, দর্শন, কমিক্স, গ্রাফিক নভেল, জাপানিজ মাংগা, লাইট নভেল-মোট কথা, কোনো বিষয়েই অরুচি নেই তার। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং নটরডেম কলেজ এর প্রাক্তন ছাত্র। বর্তমানে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই( ECE ) বিভাগের শেষ বর্ষে অধ্যয়নরত। অনুবাদক হিসেবে ‘ইন দ্য মিসো স্যুপ’ তার প্রথম কাজ। এরপর একে একে বেড়িয়েছে ‘অল ইউ নিড ইজ কিল’, ‘দ্য নেম অব দ্য গেম ইজ অ্যা কিডন্যাপিং’, ‘দ্য হোনজিন মার্ডারস’, ‘দ্য পপার প্রিন্স অ্যান্ড দ্য ইউক্যালিপ্টাস জিন অ্যান্ড আদার স্টোরিজ’ ইত্যাদি জনপ্রিয় জাপানিজ বইয়ের অনুবাদ। খুব শীঘ্রই মৌলিক লেখক হিসেবে আত্মপ্রকাশ করার ইচ্ছে অনুবাদকের।

Filter
has been added to your cart:
Checkout
Chat with Afsar Brothers