ড. আলি নওয়াজ

ড. আলি নওয়াজ (২৫ ডিসেম্বর ১৯২৬ – ১১ ফেব্রুয়ারি ২০০৫) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও লেখক। ড. আলি নওয়াজ ১৯২৬ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীর (বর্তমান বাংলাদেশ) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাসান আলী ও মাতার নাম কাদরুন নেসা।
খনার বচন ও কৃষি সংক্রান্ত গবেষণা ও লেখালেখির জন্য তিনি সমধিক পরিচিত। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ অবদান রাখায় এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ থেকে ’জাস্টিস্ মুহাম্মদ ইব্রাহিম গোল্ড মেডেল’ (২০০২) লাভ করেন।
তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে,
* খনার বচন, কৃষি ও কৃষ্টি
* খনার বচন, কৃষি ও বাঙালি সংস্কৃতি
* বাংলাদেশের ভূমি-ব্যবস্থা ও ভূমি-সংস্কার (ঐতিহাসিক পর্যালোচনা),
* গণচীনের কৃষ্টি-বিপ্লব

Filter
has been added to your cart:
Checkout
Chat with Afsar Brothers