ইশরাক অর্ণবের জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছেন অর্থনীতিতে। প্রধান শখ বই পড়া ও বই সংগ্ৰহ। সেখান থেকেই টুকটাক লেখালেখি ও অনুবাদে আগ্রহী হয়ে ওঠা। এযাবৎ প্রকাশিত বইয়ের সংখ্যা ২০। তার জনপ্রিয় অনুবাদগুলো হচ্ছে ব্লাড ওয়ার্ক, ব্ল্যাক একো, হোম বিফোর ডার্ক, আউট, ক্রসিং ইত্যাদি। মৃত্যুকল্প তার প্রথম মৌলিক উপন্যাস।