কানায়ে মিনাতো তুমুল জনপ্রিয় একজন জাপানি থ্রিলার ও ক্রাইম ফিকশন লেখক। তাকে বলা হয় কুইন অফ ইয়ামিসু। ইয়ামিসু হল থ্রিলার সাহিত্যের একটা সাব-জনরা, যেখানে মানব প্রকৃতির অন্ধকার দিকটা তুলে ধরা হয়।
তার প্রথম উপন্যাস কনফেশন্স প্রকাশিত হলে জাপানে সাড়া পড়ে যায়।
কানায়ে মিনাতোর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল গার্লস, দ্য চেইন অফ ফ্লাওয়ার্স, দ্য নাইট ফেরিস হুইল।
পেনান্স তার অন্যতম সেরা উপন্যাস। একে গন গার্ল অফ জাপানও বলা হয়ে থাকে।