সিদ্দিক আহমেদের জন্ম খুলনা শহরে। শৈশব-কৈশোর কেটেছে কুষ্টিয়া শহরে। মাধ্যমিকের পর সেখান থেকে আবার জন্মস্থান খুলনায় ফেরা এবং স্নাতক ডিগ্রি লাভ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করলেও তার মূল আগ্রহ চলচ্চিত্র নির্মাণে।
সিনেমা বানানোর স্বপ্ন নিয়েই লেখালেখির শুরু। ‘উন্মাদ’ পত্রিকায় লিখতে লিখতেই লেখালেখির প্রেমে পড়া। গল্প উপন্যাসের পাশাপাশি করেছেন ‘মুজিব’ গ্রাফিক নভেলের কাহিনী বিন্যাস ও সংলাপ। ‘ইচ্ছে ডানা’ নামে ইউনিসেফ বাংলাদেশের একটি ধারাবাহিক নাটক লিখছেন এবং নিজে নির্মান করেছেন প্রথম টিভি ফিকশন ‘কিছু বিস্মরণের নদী’।